সিলেটের কানাইঘাট থানা-পুলিশের অভিযানে ছয় মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
কানাইঘাট থানা-পুলিশের একটি আভিযানিক দল শুক্রবার দিবাগত রাতে লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়ন পরিষদ এলাকা থেকে কানাইঘাট থানায় হওয়া মামলার ছয় মাসের সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আলম উদ্দিনকে (২০) গ্রেপ্তার করে।
আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।