বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) এয়ারপোর্ট থানার অভিযানে ছয় কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোররাত সাড়ে ৪টার দিকে এয়ারপোর্ট থানাধীন রামপট্টি বাজারসংলগ্ন হারুন পোদ্দারের বিল্ডিংয়ের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
আটক শফিকুল ইসলাম মোল্লার (২২) বাড়ি পটুয়াখালীর গলাচিপা থানা এলাকায়। তাঁর হেফাজত থেকে ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়।