যশোরের কোতোয়ালি থানা পুলিশ ছুরিসহ ৬ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে।
ঈদুল ফিতর সামনে রেখে কোতোয়ালি মডেল থানার কিছু উঠতি বয়সী কিশোর গ্যাং তাদের পরিচিত এবং অপরিচিত কিশোরদের অপহরণ করে অজ্ঞাত স্থানে আটক রেখে মুক্তিপণ আদায় করছে। এমন সংবাদে কোতোয়ালি মডেল থানার কয়েকটি দল যশোর শহর এলাকায় ভাগ হয়ে অভিযান চালায়।
অভিযানে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন রাব্বি (২০), তিনি কোতোয়ালি থানার ঘোপ সেন্ট্রাল রোড বাস করেন। রায়হান ওরফে জাহিদুল (১৯) ও অপূর্ব হাসান (২২), তাঁরা শেখহাটি কালীতলা এলাকার বাসিন্দা। মো. শাকিল হোসেন (২০), তিনি সাতমাইল দোহর পাড়া এলাকার বাসিন্দা। দ্বীপ আহম্মেদ ওরফে আরাফাত (১৯), তিনি জেল রোড বেলতলা এলাকার বাসিন্দা। তৌহিদ (৩৪), তিনি ঝুমঝুমপুর ময়লা খানা নিরিবিলি পাড়ায় বাস করেন।
গ্রেপ্তারের সময় আসামিদের কাছ থেকে মো. বুরহান ও নাজমুল নামে দুজনকে উদ্ধার করা হয়।
আসামিদের কাছ থেকে হেফাজত থেকে ৫টি বার্মিজ ছুরি, অপহৃত বুরহানের মোবাইল ফোন এবং চাঁদার ৮৪০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার রাব্বির বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক, দ্রুত বিচারসহ তিন মামলা রয়েছে। আর দ্বীপ আহম্মেদের বিরুদ্ধে অপহরণসহ ধর্ষণ, দ্রুত বিচার ও চাঁদাবাজিসহ তিনটি মামলা রয়েছে।
গ্রেপ্তার আসামিদের নামে মামলা হয়েছে।