সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জালালাবাদ থানার অভিযানে ৬৭টি ইয়াবা বড়িসহ এক কারবারি গ্রেপ্তার হয়েছেন।
গোপন সংবাদের ভিত্তিতে থানার হাওলাদারপাড়ার কুশিয়ারা আবাসিক এলাকা থেকে রোববার রাত ১২টা ৫০ মিনিটে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আটক সাদ্দাম হোসেনের (২৮) বাড়ি কুশিয়ারা আবাসিক এলাকায়। জালালাবাদ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।