মানিকগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৬৫টি ইয়াবা বড়িসহ এক মাদক কারবারি আটক হয়েছেন।
জেলার সিংগাইর থানাধীন গোবিন্দল এলাকার জামটি মার্কেটের ওমর ফারুকের হোটেলের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাঁকে আটক করা হয়।
আটক কারবারির নাম জাফর ইকবাল (২৫)। তাঁর বাড়ি সিংগাইরের গোবিন্দল এলাকায়।
জাফরের কাছ থেকে উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য সাড়ে ১৯ হাজার টাকা। এ ঘটনায় সিংগাইর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।