জব্দ করা মদসহ গ্রেপ্তার আসামিরা। ছবি : কুড়িগ্রাম জেলা পুলিশ

৬১ বোতল মদসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।

কুড়িগ্রামের রৌমারী থানা পুলিশ গতকাল রোববার ভোররাত ৪টা ৫০ মিনিটের দিকে ৫ নম্বর যাদুরচর ইউনিয়নের সায়েদাবাদ বাজারের চেকপোস্টে রৌমারী থেকে ছেড়ে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে থামানোর সংকেত দেয়।

সংকেত দেওয়ামাত্র মাদক কারবারিরা অটোরিকশা থেকে পালানোর চেষ্টা করেন। ওই সময় রৌমারী থানার একটি চৌকস টিম রাজিবপুরের দক্ষিণ পরিচাকানদি গ্রামের মো. ইয়াকুব আলী (২৩), মোহাম্মদ শাহিন আলম (১৯) ও মোহাম্মদ রফিক মিয়াকে (২৫) গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের সময় আসামিদের কাছ থেকে ৬১ বোতল মদ এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ব্যাটারিচালিত একটি অটোরিকশা জব্দ করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, মাদক কারবারিরা চতুরতার সঙ্গে দীর্ঘদিন ধরে মাদক কারবার চালিয়ে আসছিলেন। রৌমারী থানা পুলিশ অত্যন্ত সুকৌশলে ৬১ বোতল মদসহ তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আমরা সবার সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।