জয়পুরহাট জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে নেশাজাতীয় পাঁচ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই তালিকাভুক্ত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে জেলার পাঁচবিবি পৌরসভাধীন তিনমাথা মোড়ে সিটি ফার্মেসির সামনে থেকে
জয়নাল আবেদীন (৪১) ও গোলাম কিবরিয়াকে (৩৭) গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় আসামিদের নামে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তার আসামিদের নামে একাধিক মামলা বিভিন্ন আদালতে বিচারাধীন। উভয়ই তালিকাভুক্ত মাদক কারবারি।