কক্সবাজারের রামু ক্রসিং হাইওয়ে থানার অভিযানে পাঁচ হাজার ইয়াবা বড়িসহ সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে রামু থানাধীন রামু ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের ২০০ গজ উত্তর পাশে কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশাকে থামার সংকেত দেয় পুলিশ। ওই সময় অটোরিকশার চালক দৌড়ে পালিয়ে যান।
পরবর্তী সময়ে চালকের সিটের নিচে সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি করে পলিথিনে মোড়ানো অবস্থায় ৫ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
সিএনজিচালিত অটোরিকশার চালকের নামে রামু থানায় মামলা প্রক্রিয়াধীন।