ঢাকার উত্তরার ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) যৌথভাবে ভেজালবিরোধী অভিযান চালিয়েছে।
আজ বুধবার দুপুর ১২টা থেকে ১টা ৪০ পর্যন্ত রাজধানীর মতিঝিলের ফকিরাপুলের ১৬৫(নতুন ৪৭), ডি.আই.টি রোড.এক্স. রোডে এ অভিযান চালানো হয়।
এ সময় রওজা পিওর ফুডস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানকে বিএসটিআইর অনুমোদন ছাড়া পণ্য কেনাবেচা করাও অবৈধভাবে পণ্যের মোড়কজাত করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে
২০১৮ সালের বিএসটিআই আইনের ২৭ ধারায় এবং ২০১৮ ওজন ও পরিমাপ মানদণ্ড আইনের ৪১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা ও মামলা করা হয়। তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি।