৫ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) উত্তরা ইউনিটের সদস্যরা একটি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়েছে।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) প্রকৃত মালিক মীর মোশারফ হোসেন স্বপনের কাছে মোবাইল ফোনটি হস্তান্তর করা হয়।
৫ এপিবিএনের সহকারী পুলিশ সুপার (অপ্স অ্যান্ড ইন্টেলিজেনস) মো. মোস্তফা হারুন জানান, মোবাইল ফোন হারানোর ঘটনায় গত বছরের ২৬ ডিসেম্বর দিনাজপুর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ভুক্তভোগী। ৫ এপিবিএনের সাইবার টিম আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ফোনটির অবস্থান শনাক্ত করে। পরে ৫ এপিবিএনের সহকারী পুলিশ সুপার মুহাম্মদ নুর ইসলামের নেতৃত্বে দিনাজপুরের কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে ফোনটি উদ্ধার করা হয়। পরে ফোনটি দিনাজপুরের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। হারানো ফোন ফিরে পেয়ে এপিবিএনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ভুক্তভোগী।