চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৫ হাজার ৭০০ ইয়াবা বড়িসহ দুজন আটক হয়েছেন।
ডিবি পশ্চিম ও বন্দর বিভাগের ৪২ নম্বর টিম সোমবার বেলা ৩টা ৩৫ মিনিটে নগরীর পাঁচলাইশ থানাধীন পপুলার ডায়াগনস্টিক সেন্টার-সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে।
আটক দুজন হলেন ফরিদুল আলম ও ফারাজ উদ্দিন।
অভিযানে ইয়াবার পাশাপাশি একটি প্রাইভেট কার, একটি ওয়াকিটকি ও চারটি মোবাইল সেট উদ্ধার করা হয়।