মানিকগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৫১ গ্রাম হেরোইনসহ দুজনকে আটক করা হয়েছে।
সদর থানার নয়াকান্দি বাজার থেকে মঙ্গলবার বেলা ৫টা ১০ মিনিটে জীবন মাহমুদ জুয়েল (২৬) ও সোহাগ সিকদারকে (৩২) আটক করা হয়। ওই সময় তাঁদের কাছ থেকে ৫১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
আটক দুজনের নামে আদালতে একাধিক মামলা বিচারাধীন। তাঁদের নামে মানিকগঞ্জ সদর থানায় মামলা প্রক্রিয়াধীন।