নাটোর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৫০০টি ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা ডিবির একটি টিম মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে নাটোর থানাধীন বড় হরিশপুর বাইপাস মোড়ে চেকপোস্ট বসিয়ে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে সাব্বির হোসেন (২৪) ও হাসিবুল হাসান ওরফে হিমেলকে (২৭) গ্রেপ্তার করা হয়।
দুজনের হেফাজত থেকে ৫০০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। তাঁদের নামে নাটোর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।