রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানার অভিযানে ৫০টি ইয়াবা বড়িসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গোয়ালন্দঘাট থানার উত্তর দৌলতদিয়া বাজার এলাকা থেকে মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে সোহাগ বেপারীকে (৩৫) গ্রেপ্তার করা হয়।
সোহাগের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটটিসহ ১১টি মামলা আছে। তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।