বাংলাদেশ পুলিশে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত তিন কর্মকর্তা এবং পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত এক কর্মকর্তাকে র্যাংক ব্যাজ পরানো হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুন) ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলনকক্ষে তাঁদের র্যাংক ব্যাজ পরান অ্যাডিশনাল আইজিপি মো. মাহাবুবর রহমান বিপিএম, পিপিএম।
অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ হলেন আবু আহম্মদ আল মামুন, এম এ জলিল ও উত্তম কুমার পাল পিপিএম এবং পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা হলেন মো. মশিউদ্দৌলা রেজা পিপিএম (বার) ।
অনুষ্ঠানে আইপি হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন এবং আইপির বিভিন্ন ইউনিটের পুলিশ সুপারবৃন্দ জুম ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত ছিলেন।