রাজধানীর ডেমরা এলাকায় অভিযান চালিয়ে ৪৮ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি) গুলশান বিভাগ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাসুম বিল্লাহ, উজ্জল মিয়া, রমজান আলী ও কামাল হোসেন। খবর ডিএমপি নিউজের।
অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের পুলিশ পরিদর্শক মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার (১৩ জুলাই) ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে তথ্য আসে, কতিপয় মাদক কারবারি বিপুল পরিমাণ গাঁজাসহ সুলতানা কামাল ব্রিজ হয়ে ঢাকায় আসছে। এমন তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় অফিসার ও ফোর্স নিয়ে ডেমরার সুলতানা কামাল ব্রিজের ঢালে অবস্থান নেওয়া হয়। বেলা পৌনে ৩টার দিকে প্রাইভেট কার দুটি এলে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় আটকের পর তল্লাশি করে ৪৮ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিরা পরস্পর যোগসাজশে ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে এসব গাঁজা সংগ্রহ করে ঢাকা মহানগর ও আশপাশ জেলায় বিক্রি করে থাকেন। তাঁদের বিরুদ্ধে ডেমরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।