সিএমপির কোতোয়ালি থানার অভিযানে চোরাই মোবাইল ফোনসহ গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: সিএমপি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালি থানার অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ৪৪টি চোরাই মোবাইল সেটসহ অভ্যাসগতভাবে চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় সিন্ডিকেটের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

নগরের কোতোয়ালি থানাধীন স্টেশন রোডের ফুটওভারব্রিজের দক্ষিণ পাশে ফুটপাতের ওপর রোববার অভিযান চালিয়ে শাহ আলম, মো. নজরুল, নুর হোসেন, সাইদুর রহমান সজীব ও মো. শাহাদাত হোসেনকে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের চোরাই মোবাইল সেটসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন চোর ও ছিনতাই চক্রের সদস্যদের কাছ থেকে কম দামে মোবাইলগুলো কিনে বেশি দামে বিক্রি করার জন্য ঘটনাস্থলে অবস্থান করছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা যায়।