খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মাদকবিরোধী অভিযানে ৪৩২টি ইয়াবা বড়িসহ তিন কারবারি গ্রেপ্তার হয়েছেন।
মহানগরীর একাধিক থানা এলাকায় ২৪ ঘণ্টার অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন খুলনা থানার রায়পাড়া ক্রস রোডের অনিক দাস ওরফে কার্তিক (২২), নড়াইলের কালিয়া থানার পেরোলি বাজারের আসমাউল মল্লিক (২০) ও খুলনার তেরখাদার আটলিয়া এলাকার আনিচুর রহমান (৪০)।
ওই কারবারিদের নামে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা হয়েছে।