
৪১ লাখ টাকার বেশি মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দের পর পুড়িয়েছে চাঁদপুর সদরের লক্ষ্মীপুরের বড়ক্ষেরী নৌ পুলিশ ফাঁড়ি।
মেঘনা নদীর বিভিন্ন শাখায় অভিযান চালিয়ে ভাসমান ও পাতানো অবস্থায় আনুমানিক ১ লাখ ৩৮ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে নৌ পুলিশ, যার আনুমানিক মূল্য ৪১ লাখ ৪০ হাজার টাকা।
উদ্ধারকৃত অবৈধ কারেন্ট জাল উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।