৪০ বোতল এসকুফসহ এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে কুড়িগ্রামের ফুলবাড়ী থানা-পুলিশ বিদ্যাবাগীশ গ্রাম থেকে ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের অফিশিয়াল ফেসবুক পেজের পোস্টে আজ বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার আসামির নাম মো. জহুরুল ইসলাম (৪৮)। তিনি ফুলবাড়ী থানার শিমুলবাড়ি গ্রামের বাসিন্দা। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে ৪০ বোতল এসকুফ জব্দ করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, গ্রেপ্তার আসামি দীর্ঘদিন ধরে ফুলবাড়ী থানা এলাকায় মাদকের কারবার চালিয়ে আসছিলেন। পরে ফুলবাড়ী থানা-পুলিশ অভিযান চালিয়ে মাদকসহ জহুরুলকে গ্রেপ্তার করে।