ঢাকার ধামরাইয়ে ৪ হাজার ৭০ পুড়িয়া (৪০৭গ্রাম) হেরোইনসহ এক মাদক কারবারিকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম রফিকুল বসিলাম। তিনি কালামপুর পূর্বপাড়া এলাকার বাসিন্দা। খবর যুগান্তরের।
গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ধামরাই থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ধামরাই পৌরশহরের রথখোরা-কালামপুর-সাটুরিয়া সড়কের কালামপুর সমাজ ও জাতি গঠন (সজাগ) এনজিওর সামনে ভ্যানগাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ধামরাই থানার এসআাই মোহাম্মদ নাসির হোসেন বলেন, ‘গ্রেপ্তার মাদক কারবারি রফিকুল ইসলাম রফিক পেশায় একজন ভ্যানচালক। তিনি দীর্ঘদিন ধরে মাদক কারবার করে আসছিলেন। গোপন খবরের ভিত্তিতে উল্লেখিত স্থানে সঙ্গীয় ফোর্স নিয়ে অবস্থান নেই। মাদকদ্রব্য পাচারের জন্য ভ্যান নিয়ে বের হলে আটক করি। এরপর দেহ ও রিকশা তল্লাশি চালিয়ে ৪০৭ গ্রাম হোরোইন জব্দ করি।’
ধামরাই থানার এসআই মোহাম্মদ তৈমুর ইসলাম ওই মাদক কারবারির নামে মামলা করেছেন। আসামিকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত।