গ্রেপ্তার ছয় আসামি। ছবি : পুলিশ নিউজ

চাঁদপুর নৌ পুলিশ সদস্যের অভিযানে ২ লাখ ৪৮ হাজার ৮৫০ মিটার কারেন্ট জাল ও ৩৮ কেজি জাটকা জব্দ করা হয়েছে। ওই সময় ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

আজ রোববার নৌ পুলিশ জানায়, চাঁদপুরে দায়িত্বরত এসআই এবং সঙ্গীয় ফোর্সসহ মেঘনা নদীর বিভিন্ন শাখায় অভিযান চালিয়ে এসব জাল ও মাছ জব্দ করা হয়।

জব্দ করা কারেন্ট জালের আনুমানিক দাম ৭৪ লাখ ৬৫ হাজার ৫০০ টাকা এবং জাটকার আনুমানিক দাম ১৯ হাজার টাকা। ওই সময় একটি নৌকাও জব্দ করা হয়।

গ্রেপ্তার ছয়জন আসামির নামে চাঁদপুর সদর মডেল থানায় মামলা হয়েছে।

জব্দ করা কারেন্ট জাল উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছ অসহায়দের মধ্যে বণ্টন করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে