কক্সবাজারের উখিয়ায় ৩ হাজার ৮০০ ইয়াবা বড়িসহ দুই রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
গোপন সংবাদের ভিত্তিতে জামতলী পুলিশ ক্যাম্প-১৫ সদস্যরা রোহিঙ্গা ক্যাম্প-১৫ থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার দুজন হলেন রোহিঙ্গা ক্যাম্প-১৪-এর ৫৪ নম্বর ঘরের নুর আলম (২২) ও ৪১৬ নম্বর ঘরের ওমর ফারুক (২৬)।
ওই দুজনের নামে উখিয়া থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।