কুড়িগ্রামের উলিপুর থানার অভিযানে গ্রেপ্তার চারজন। ছবি: বাংলাদেশ পুলিশ

কুড়িগ্রামের উলিপুর থানার অভিযানে ৩২টি ইয়াবা বড়ি, দেশীয় অস্ত্রসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

উলিপুর থানা-পুলিশের একটি চৌকস দল গতকাল শনিবার থানাধীন বজরা এলাকা থেকে নয়ন মিয়া (৩২), পবিত্র চন্দ্র (৩৬) সাজু মিয়া (২৮) ও রুবেল মন্ডলকে (২৫) গ্রেপ্তার করে।

ওই সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. রুহুল আমীন বলেন, ‘গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে কুড়িগ্রামের উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।’