![IMG-20240611-WA0027](https://news.police.gov.bd/wp-content/uploads/2024/06/IMG-20240611-WA0027-696x928.jpg)
আনুমানিক ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে ব্রাহ্মণবাড়িয়ার সলিমগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ি।
মেঘনা নদী ও এর বিভিন্ন শাখায় সোমবার অভিযান চালিয়ে এ পরিমাণ জাল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৯ লাখ টাকা।
অভিযানে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানকারী দল বিভিন্ন অপরাধে বাল্কহেডের চার সুকানির নামে নৌ আদালতে দুটি প্রসিকিউশন দাখিল করে।