সাতক্ষীরা জেলার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. সজীব খানের তত্ত্বাবধানে একটি দল অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার করেছে।
অভিযানে গতকাল সোমবার সাতক্ষীরা থানাধীন আলীপুরের ঋষিপাড়ার একটি সরিষাখেতের পাশ থেকে একজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামির নাম মো. তহিদুল বিশ্বাস (২৪)। তিনি সাতক্ষীরার গুচ্ছগ্রাম এলাকার বাসিন্দা। এ সময় তাঁর কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
এ বিষয়ে সদর থানায় মাদক মামলা হয়েছে।