কক্সবাজার সদর থানার বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে রামু ক্রসিং হাইওয়ে থানা-পুলিশ। বুধবার (১৪ জুন) সকাল ৯টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিওনের রামু ক্রসিং হাইওয়ে থানার এসআই আজহারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ কক্সবাজার বাস টার্মিনাল এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ওপর মারসা পরিবহনের একটি বাসে অভিযান চালান।
এ সময় বাসের একটি সিটের নিচে লুকিয়ে রাখা কালো পলিথিনে মোড়ানো ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ওই সিটের যাত্রী বারেককে (২২) গ্রেপ্তার করা হয়। মহেশখালী উপজেলার লাথুয়ার ডেইল এলাকার মুজিবল হকের ছেলে বারেক। তাঁর বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মামলা প্রক্রিয়াধীন।