মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬০ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৮ জুলাই) সাটুরিয়া ও সিংগাইর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন সাটুরিয়া উপজেলার দক্ষিণ আয়নাপুরের মৃত ইসারত বেপারীর ছেলে আসামি শহর আলী (৪৮) ও সিংগাইর উপজেলার গোবিন্দল উত্তরপাড়ার মৃত বদর উদ্দিনের ছেলে আ. করিম ওরফে কিরু (৪৮)।
পুলিশ সুপার গোলাম আজাদ খানের (পিপিএম-বার) নির্দেশনায় মানিকগঞ্জ ডিবির ইনচার্জ (ভারপ্রাপ্ত) পুলিশ পরিদর্শক মোশাররফ হোসেনের তত্ত্বাবধানে একটি দল এসআই হাবিব আল নোমানের নেতৃত্বে সাটুরিয়ায় অভিযান চালায়। রাত ৮টা ১৫ মিনিটে আভিযানিক দলটি উপজেলার আয়নাপুর থেকে শহর আলীকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।
একই দিন অপর একটি দল এসআই মনিরুল ইসলামের নেতৃত্বে রাত ৯টার দিকে অভিযান চালিয়ে সিংগাইর পৌরসভার গোবিন্দল উত্তরপাড়া থেকে আ. করিমকে ৬০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন। এ বিষয়ে সাটুরিয়া ও সিংগাইর থানায় ২টি মামলা প্রক্রিয়াধীন।