মানিকগঞ্জ গোয়েন্দা শাখা পুলিশের হেফাজতে ২ মাদক কারবারি। ছবি: বাংলাদেশ পুলিশ

মানিকগঞ্জ গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। শনিবার (১৭ জুন) জেলা সদরের পূর্ব দাশড়া ও সিংগাইর উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। জেলা ডিবির ইনচার্জ (ভারপ্রাপ্ত) পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মানিকগঞ্জ সদরের বনগ্রাম আবাসিক এলাকার মৃত রঞ্জিত কুমার দাসের ছেলে টুটুল কুমার দাস (৩৫) ও সিংগাইর উপজেলার বাইমাইল এলাকার মৃত রওশন আলীর ছেলে মুনসের আলী (৪১)।

পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খানের (পিপিএম-বার) দিকনির্দেশনায় ডিবির ইনচার্জ মোশাররফ হোসেনের তত্ত্বাবধানে একটি দল উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন ভূইয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে সিংগাইরের বাইমাইল থেকে মুনসের আলীকে রাত ৯টা ৫০ মিনিটে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৬ গ্রাম হেরোইন জব্দ করা হয়। তাঁর বিরুদ্ধে আদালতে ৭টি মামলা বিচারাধীন।

এর আগে রাত পৌনে ১০টায় অপর একটি দল উপপরিদর্শক (এসআই) মাহফুজ রানার নেতৃত্বে অভিযান চালিয়ে মানিকগঞ্জ সদর থানার পূর্ব দাশড়া এলাকা থেকে টুটুল কুমার দাসকে ১০০ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। ২ মাদক কারবারির বিরুদ্ধে সিংগাইর ও মানিকগঞ্জ সদর থানায় ২টি মামলা প্রক্রিয়াধীন।