খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) হরিণটানা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার হয়েছেন।
গ্রেপ্তার আসামির নাম আলেয়া বেগম (৫৫), তিনি খুলনার রূপসার মিয়াপাড়া এলাকার বাসিন্দা।
কেএমপির অফিশিয়াল ফেসবুক পেজের পোস্টে বলা হয়, আজ বুধবার সকাল ৯টা ২৫ মিনিটের উক্ত থানাধীন জিরোপয়েন্ট চৌরাস্তা মোড় থেকে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে হরিণটানা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।