পটুয়াখালীর দুমকি থানা-পুলিশ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আবদুস সালামের নেতৃত্বে পুলিশের একটি টিম গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার সময় দুমকি থানাধীন চরগরবদী ফেরিঘাট এলাকা থেকে মো. মাহাবুব মৃধা (২৫), মো. রিপন হাওলাদার (৩৪) ও মো. মোশাররফ মেলকার (৩৮) নামের তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা।
গ্রেপ্তার মাদক কারবারিদের বিরুদ্ধে দুটি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।