২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) মুক্তাগাছা ময়মনসিংহ ইউনিটে ৫১তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ব্যাচের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ শেষে রোববার (২৯ অক্টোবর) টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) সংযুক্ত প্রশিক্ষণ কেন্দ্রে ২৫৩ জন কনস্টেবলের অংশগ্রহণে শিক্ষা সমাপনী কুচকাওয়াজটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদার বিপিএম (বার), পিপিএম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান।
অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ের সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন সংস্থার প্রধানকে আমন্ত্রণ জানানো হয়। প্রায় ৫০০ জন আমন্ত্রিত অতিথি এ মনোমুগ্ধকর কুচকাওয়াজ উপভোগ করেন।
পরে প্রধান অতিথি বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থী মিলাদ হোসেন (বেস্ট টিআরসি-১১০), জয় রায় সৌরভ (বেস্ট ইন ল-২৪৪) এবং মো. আলবাব হোসেন চৌধুরীর (বেস্ট ইন প্যারেড-৩৩) হাতে পুরস্কার তুলে দেন।
এ মনোমুগ্ধকর কুচকাওয়াজ উপলক্ষে ‘সংশপ্তক’ নামে একটি স্মরণিকা প্রকাশ করা হয়।