বান্দরবানের মেঘলা ২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অভিযানে অনলাইনে জুয়া খেলা অবস্থায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) জেলার সদর থানা এলাকার বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সামনে থেকে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি হলেন দেলোয়ার হোসেন। তাঁর বিরুদ্ধে বান্দরবান সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, ২ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খানের নির্দেশনায় এসআই আব্দুল কাইয়ুম, এএসআই কামরুল হাসান, এএসআই নূর ইসলাম, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সদর থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাঁর ব্যবহৃত মোবাইল ফোনের Chrome Browser History পর্যালোচনা করে জুয়া খেলার jaya9 প্লেয়ার আইডি (User name hitlar222, পাসওয়ার্ড- Delowar11) পাওয়া যায়। তিনি অনলাইন জুয়ার ইউজার আইডি ব্যবহার করে বিভিন্ন পরিমাণের জুয়া খেলার অর্থ লেনদেন করেন।