চুয়াডাঙ্গা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে চোরাচালানকৃত ২৫ ভরি সোনা ও একটি টিভিএস মেট্রো কালো রঙের মোটরসাইকেলসহ একজন গ্রেপ্তার হয়েছেন।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন দর্শনা পৌরসভার মেমনগর ভূমি অফিস সংলগ্ন এলাকা থেকে মো. হৃদয়কে (২০) গ্রেপ্তার করা হয়।
হৃদয়ের বাড়ি দর্শনা থানার নাস্তিপুর এলাকায়। তাঁকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।