মাদকসহ গ্রেপ্তার আসামিরা। ছবি : জিএমপি

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গত ২৪ ঘণ্টার অভিযানে গোয়েন্দা বিভাগ এবং বিভিন্ন থানার অভিযানে ১২ জনকে গ্রেপ্তার করা হয়। ওই সময় জব্দ করা হয় ১৩ গ্রাম হেরোইন, ২ কেজি গাঁজা, ২১০টি ইয়াবা বড়ি।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় বিভিন্ন থানায় ওয়ারেন্টভুক্ত আরও ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

জিএমপির অফিশিয়াল ফেসবুক পেজের পোস্টে রোববার (১৪ আগস্ট) এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, মাদকসহ গ্রেপ্তারের ঘটনায় আসামিদের নামে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।