নীলফামারী জেলা পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ১৯ জন গ্রেপ্তার হয়েছেন। নীলফামারী জেলা পুলিশের অফিশিয়াল ফেসবুক পেজের পোস্টে আজ বুধবার এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার আসামিদের মধ্যে নীলফামারী থানার জিআর মামলায় ১ জন, সিআর মামলায় ৩ জন, সিআর (সাজা) ১ জন। সৈয়দপুর থানার নিয়মিত মামলায় ১ জন, জিআর মামলায় ৩ জন। জলঢাকা থানার নিয়মিত মামলায় ৩ জন, পুলিশ আইন ৩৪ ধারায় ৩ জন।
আরও রয়েছেন—ডিমলা থানার নিয়মিত মামলায় ১ জন। ডোমার থানার জিআর (সাজা) মামলায় ১ জন। কিশোরগঞ্জ থানার নিয়মিত মামলায় ২ জন।