চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) বন্দর ও পশ্চিম বিভাগের অভিযানে ২ হাজার ২০০ ইয়াবা বড়িসহ দুজন আটক হয়েছেন।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট বাড়াইপাড়া এলাকায় অভিযান চালিয়ে আবদুল হোছাইন ও আবেদুল হককে আটক করা হয়।
আটক ব্যক্তিরা কক্সবাজার থেকে কম দামে ইয়াবা কিনে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় বেশি দামে বিক্রি করতেন বলে পুলিশকে জানিয়েছেন।