চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) উত্তর ও দক্ষিণ বিভাগের অভিযানে ২ হাজার ১০০ ইয়াবা বড়িসহ দুজন আটক হয়েছেন।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিশেষ অভিযান চালিয়ে নগরীর হালিশহর থানাধীন ঈদগাহ কাঁচা রাস্তার মোড় থেকে আবুল বশর ওরফে লালা ও মো. রফিককে আটক করা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, আটক ব্যক্তিরা ইয়াবা বড়িগুলো কক্সবাজারের মহেশখালী থানাধীন কালামার ছড়া এলাকার বিভিন্ন উৎস থেকে কম দামে কিনে কৌশলে চট্টগ্রাম শহরে এনে স্থানীয় মাদক কারবারিদের কাছে বেশি দামে বিক্রি করে থাকেন।