চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) পশ্চিম বিভাগের অভিযানে ২ হাজার ১০০টি ইয়াবা বড়িসহ তিনজন আটক হয়েছেন।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার নগরীর পাঁচলাইশ থানাধীন মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে নাসির আহম্মেদ, মো. তারেক ও মো. মালেককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা কক্সবাজার জেলা থেকে কম দামে ইয়াবা কিনে তা পরিবহন করে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় বেশি দামে বিক্রি করেন।