চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ইপিজেড থানা-পুলিশের অভিযানে ২০ হাজার ইয়াবা বড়িসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৭ জুলাই) ইপিজেড থানাধীন খেজুরতলা বেড়িবাঁধ গোলচত্বর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন মো. আলমগীর, মো. ইরফান ও মো. আলী ওরফে মাহমুদুল হক।
ইপিজেড থানা-পুলিশ জানায়, তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।