মেহেরপুরের মুজিবনগর থানা এলাকা থেকে ২০০ বোতল ফেনসিডিলসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
আজ রোববার ভোররাত ৪টা ৫৫ মিনিটে মুজিবনগর থানাধীন দারিয়াপুর উত্তরপাড়া গ্রাম থেকে সুষম আলী (৩৮), চাঁদ আলী (৩৭), ফারুক হোসেন (২৭) ও মো. আলামিনকে (৫০) গ্রেপ্তার করা হয়।
ওই চারজনের নামে মুজিবনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।