খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মাদকবিরোধী অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার হয়েছেন।
মহানগরীর খুলনা ও খালিশপুর থানা এলাকায় ২৪ ঘণ্টার অভিযানে তাঁরা গ্রেপ্তার হন।
গ্রেপ্তার দুজন হলেন খুলনার রেলওয়ে হাসপাতাল রোডের সাগর আকন (৩০) ও সোনাডাঙ্গা মডেল থানার ইসলামিয়া কলেজ রোডের সাজ্জাদুল ইসলাম (২০)।
এ দুজনের নামে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা হয়েছে।