বরিশালের কালীগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির একটি দল মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে। এ ছাড়া ২০ কেজি জাটকা জব্দ করা হয়।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) নৌ পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মেহেন্দীগঞ্জ থানাধীন মেঘনা ও এর শাখা নদী থেকে পরিত্যক্ত অবস্থায় এসব জাল ও মাছ জব্দ করা হয়।
জব্দকৃত জালের আনুমানিক দাম ৩০ লাখ টাকা এবং জাটকার দাম ৬ হাজার টাকা। পরে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।