১ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) উত্তরার অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ ১০ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত শুক্রবার (৩ মে) গাজীপুর নগরীর টঙ্গী পশ্চিম থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন মো. ইব্রাহিম (৩১), রিপন (২৫), মো. মিজান (৩০), বায়েজিদ (২০), শহীদুল ইসলাম সিহাব (২০), নুরু হোসেন (৪২), তরিকুল ইসলাম (৪০), মো. জীবন (২০), মো. রাকিব (২৩) ও মোছা. আলো (৪০)। প্রধান আসামি হেলেনা বেগম (৪২) পলাতক রয়েছেন।
১ এপিবিএন জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামিদের টঙ্গী পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।