১ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১ এপিবিএন) উত্তরা, ঢাকা গত মার্চ মাসে অভিযান চালিয়ে ৪৪টি হারানো মোবাইল ফোন এবং ১টি ল্যাপটপ উদ্ধার করেছে।
তথ্যপ্রযুক্তির সাহায্যে ১ এপিবিএনের সাইবার টিম হারানো মোবাইল ফোনগুলো উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে। এ ছাড়া চীনের একজন নাগরিকের হারানো ম্যাকবুক ল্যাপটপ উদ্ধার করে তাঁর কাছে হস্তান্তর করেছে।
উল্লেখ্য , ওই চীনা নাগরিক ব্যবসায়িক কাজে শ্রীলংকা থেকে বাংলাদেশে আসার পর তিনি তাঁর ল্যাপটপ হারিয়ে ফেলেন। তাঁর অভিযোগের পরিপ্রেক্ষিতে ১ এপিবিএন তা উদ্ধার করে।