ঢাকার উত্তরার ১ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
রূপগঞ্জ থানা এলাকায় ইয়াবা বেচাকেনা হচ্ছে – গোপন সূত্রে পাওয়া এমন খবরের পরিপ্রেক্ষিতে ১ এপিবিএন অধিনায়কের নির্দেশে গত ২৭ অক্টোবর রাত পৌনে ১১ টায় পুলিশের একটি টিম রূপগঞ্জ থানাধীন ইসাপুর বাজার এলাকায় অভিযান চালায়। সেখানে নিউ মনি টেইলার্সের সামনে মাদকদ্রব্য কেনাবেচার মো. আমিনুল ওরফে কাটার (৪০), ফয়সাল (২৪) ও আরিফ হোসেন (২০) নামের ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করে।
তাদের কাছ থেকে ১টি লাল রঙের নম্বরবিহীন অ্যাপাচি মটর সাইকেল ও ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধার ইয়াবার মূল্য আনুমানিক ৪৮ হাজার টাকা।
গ্রেপ্তার মাদক কারবারিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রূপগঞ্জ থানায় মামলা হয়েছে।