কুড়িগ্রাম জেলার রৌমারী থানা-পুলিশের অভিযানে ১৮১ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দুটি গুদামঘর থেকে এসব চিনি জব্দ করা হয়।
জানা যায়, রৌমারী থানার একটি চৌকস টিম গতকাল বিকেলে উপজেলার চরশৌলমারি বাজারের একটি গুদামঘরের ভেতর চোরাচালানের মাধ্যমে মজুত করা ২৬ বস্তা ভারতীয় চিনি (৫০ কেজির চিনির বস্তা) জব্দ করেছে। একই বাজারের আরেকটি গুদামঘরে অভিযান চালিয়ে চোরাচালানের মাধ্যমে মজুত করা ১৫৫ বস্তা ভারতীয় চিনি (৫০ কেজির চিনির বস্তা) জব্দ করে থানা-পুলিশ।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) রুহুল আমীন বলেন, এ ঘটনায় রৌমারী থানায় পৃথক দুটি মামলা করা প্রক্রিয়াধীন। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। চোরাচালান রোধে জেলা প্রশাসন ও পুলিশ সম্মিলিতভাবে অভিযান চালাচ্ছে।