ঢাকার কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে ৫৭ লাখ ১ হাজার ১০০ মিটার কারেন্ট জাল এবং ৭২ কেজি মাছ জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) নৌ পুলিশ জানায়, কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ির আওতাধীন নদীতে অভিযান চালিয়ে এসব জাল ও মাছ জব্দ করা হয়।
জব্দ করা জালের আনুমানিক দাম ১৭ কোটি ১০ লাখ ৩৩ হাজার টাকা এবং মাছের দাম ১ লাখ ৮ হাজার টাকা। পরে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস এবং মাছ অসহায়দের মধ্যে বিতরণ করা হয়।
অভিযানে আটক দুই আসামির বিরুদ্ধে মৎস্য আইনে মামলা করা হয়েছে। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুজনকে আটদিনের বিনাশ্রম কারাদণ্ড এবং দুজনকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।