কুমিল্লার চৌদ্দগ্রাম থানা-পুলিশের অভিযানে ১৭৬ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।
রোববার (১৯ নভেম্বর) চৌদ্দগ্রাম থানাধীন জগন্নাথদিঘী ইউনিয়নের সাতঘরিয়াসংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ট্রাকসহ এসব গাঁজা জব্দ করা হয়।
চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি ট্রাককে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু ট্রাক রেখেই পালিয়ে যান চালক ও তাঁর সহযোগী। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে জব্দ করা হয় ১৭৬ কেজি গাঁজা।
তিনি আরও জানান, এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় মামলা করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।