কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা-পুলিশের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত সোমবার (১৩ মে) ব্রাহ্মণপাড়া থানাধীন শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর-বাগড়াগামী সড়কের রেলক্রসিংয়ের পাশ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আসামি মো. আবু সাঈদের (২৪) বাড়ি ব্রাহ্মণপাড়া থানা এলাকায়।
ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহাবুর আলম জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।